ওয়ালেট (Wallet) কি?
আমাদের ওয়ালেট হলো একটি অনলাইন মাধ্যম, যার দ্বারা অর্থ সঞ্চয় ও ব্যবহার করা যায়। সোর্স অফ প্রোডাক্টের ওয়ালেট ব্যবহার করে আপনি ক্ষুদ্র ক্ষুদ্র করে টাকা সঞ্চয় করতে পারবেন। পরবর্তীতে আপনার ওয়ালেটের টাকার মাধ্যমে সাইট থেকে যেকোন পণ্যের আংশিক বা পুরো মূল্য পরিশোধ করতে পারবেন। আপনার বন্ধুর একাউন্টে টাকা ট্রান্সফার করার ও সুযোগ আছে।
ওয়ালেট টপআপঃ
অনলাইন পেমেন্টের মাধ্যমে আপনি সর্বনিম্ন ১০ টাকা থেকে যেকোন পরিমাণ টাকা আপনার ওয়ালেট রিচার্জ করতে পারেন। এর জন্য আপনাকে যা করতে হবেঃ
১. সোর্স অফ প্রোডাক্ট Official Website প্রবেশ করুন।
২. আপনার একাউন্টে লগিন করুন
৩. মাইওয়ালেটে প্রবেশ করুন
৪. টপআপ একাউন্ট এ ক্লিক করুন
৫. যত টাকা এড করবেন তা তুলুন এবং ADD এ ক্লিক করুন
৬. প্লেস অর্ডারে ক্লিক করলে এসএসএলকমারজ গেটওয়ের পেজে নিয়ে যাবে
৭. আপনার পছন্দ মতো পেমেন্ট Option Select করে পেমেন্ট সম্পুর্ন করুন
৭. পরবর্তী পেজে সাইট এ ফিরিয়ে আনবে।
সাকসেসফুল পেমেন্ট হয়ে গেলে আপনার ওয়ালেট ব্যালেন্স স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে।
ওয়ালেট দিয়ে পেমেন্টঃ
ওয়ালেটের টাকা দিয়ে পেমেন্ট করা খুব সহজ।
১. প্রথমে আপনার পছন্দের পণ্য কার্টে নিন
২. প্রসিড টু চেকআউট বাটনে ক্লিক করে পরের পেজে যান
৩. বিলিং ও শিপিং এড্রেস ঠিক আছে কি না দেখুন, না থাকলে বসিয়ে নিন
৪. ইউর অর্ডার সেকশনে আপনার প্রোডাক্টের লিস্ট, শিপিং ও অন্যান্য চার্জ দেখাবে।
৫. টোটাল এমাউন্টের নীচে পেমেন্ট অপশন থেকে ওয়ালেট পেমেন্ট সিলেক্ট করে অর্ডার প্লেস করুন
পণ্যের দাম যদি ওয়ালেটের টাকার চেয়ে বেশি হয়, তাহলে ওয়ালেটের টাকা দিয়ে পার্সিয়াল পেমেন্ট করে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি বা অনলাইন পেমেন্টের মাধ্যমে দিতে দুইটার একটি সিলেক্ট করুন
১. পে বাই ওয়ালেটে এর ডান পাশে চেক বক্সে ক্লিক করুন, তাহলে অর্ডারের পুরো এমাউন্ট থেকে আপনার ওয়ালেটের টাকা মাইনাস হয়ে যাবে
২. ক্যাশ অন ডেলিভারি বা অনলাইন পেমেন্ট সিলেক্ট করুন
৩. অর্ডার প্লেস করে দিন।
৪. ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করলে পণ্য হাতে পেয়ে বাকি টাকা পরিশোধ করুন
৫. অনলাইন পেমেন্ট সিলেক্ট করা থাকলে পরের পেজ আপনাকে এসএসএলকমারজ পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে, সেখানে আপনি পেমেন্ট সম্পূর্ণ করুন।
আরো যা আসছেঃ
কেমন হয় যদি সাইটে একাউন্ট খুললে বোনাস পাওয়া যায়? সাথে প্রতিদিন ভিজিট করে বা বন্ধুদের রেফার করে অথবা পণ্যের রিভিও লিখে টাকা আয় করে সেটা দিয়ে সাইট থেকে পছন্দের পণ্য কেনা যায়?
আমরা নিয়ে আসছি এসব ফিচার, বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের পেজে।