বর্তমান সময়ে বহুল ব্যাবহৃত একটা ডিভাইস WiFi Router । কিন্তু অনেক সময় দেখা যায় আপনার অফিসে বা বাসায় বা আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে স্পেসিফিক কোন এরিয়াতে আপনার WiFi Signal বা Strength খুবই কম। সেখানে Wifi signal কে extend করার জন্য Xiaomi Wifi Extender একটি smart এবং intelligent solution, এ ডিভাইস টি নেটওয়ার্ক ইন্ডাসট্রিতে একটি নতুন সংযোজন যা ২০১৫ সালের প্রথম দিকে বাজারে এসেছে । এটি সাইজে একটি Wifi dongle এর মতই। আপনার WiFi Signal Coverage বাড়াতে বা WiFi Strength বাড়াতে Xiaomi Mi WiFi 300M Amplifier 2 বা Mi WiFi Repeater 2 এই ডিভাইসটি ব্যাবহার করতে পারেন।
ডিভাইসটির নিচের অংশের ক্যাপটি খুললে USB connector টি বের হয়ে আসবে। এখানে একটি সুবিধা হলো কানেক্টরটি ১৮০ ডিগ্রিতে ঘুরানো যায়, তাতে করে Device টি সুবিধা মত position এ বসানো যায় এবং transmission coverage কে adjust করতে সহজ হয়।
এতে কোনো on/off button নাই, শুধুমাত্র একটি reset button আছে। Device টি যেকোনো USB power source এ connect করা যায়। যেমন, যেকোনো power bank এ, Laptop বা Desktop এ বা কোনো USB power adapter এর সাথে। যে কারণে Xiaomi Wifi Extender টি অফিস বা বাসায় যেকোনো জায়গায়, যেখানে Wifi signal কে amplify বা বর্ধিত করা প্রয়োজন সেখানেই বসানো যায়।
Device টি খুব সহজেই router এর সাথে pairing করা যায়। এর একটিমাত্র পূর্বশর্ত হলো Mi Home Application টি Computer এ বা Mobile এ install থাকতে হবে। Device টি প্রথমবার USB port এ connect করার পরে যখন orange color এর বাতি blinking করতে থাকবে তখন বুঝতে হবে এটি configure করার জন্য ready.
[যদি Router টি Mi Router হয় তাহলে Router এর USB port এ connect করলেই Xiaomi Wifi Extender টি automatically configure হয়ে যাবে।]
Configuration:
Step – 1: Mi Home Application টি run করার পরে App menu থেকে Add Device এ press করতে হবে, কিছক্ষণ পরে Amplifier device টি show করবে।
Step – 2: এখন যে Wifi network কে extend করা প্রয়োজন সেটা select করতে হবে। এখানে মনে রাখতে হবে যে Xiaomi Wifi Extender টি শুধুমাত্র 2.4 GHz Wifi connection এ কাজ করে।
Step – 3: Existing router এর SSID বা Wifi network এর নাম এবং Xiaomi Wifi Extender এর নাম একই হতে হবে। একবার connection establish হওয়ার পরে device এর বাতি blue color হয়ে যাবে।
এই device টি 100 meter এর মধ্যে test করে দেখা গেছে যে Wifi signal আগের চেয়ে ~30 গুণ বেড়ে গেছে।
সবশেষে:
১. কম দামের মধ্যে বেশ ভাল একটি solution
২. খুব সহজেই setup করা যায়
৩. বাড়িতে বা অফিসের ভিতরে খুব সহজেই move করা যায়
৪. বাড়তি power লাগেনা, যেকোন USB adapter ব্যবহার করা যায়
৫. Xiaomi brand এর router অথবা যেকোন router এর সাথে কাজ করে
৬. Setup করার জন্য Mi Home Application software টি দরকার হয়